ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাবুল হাসান জিকু (২৪) এসএমএস দিয়ে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণের ডিভাইস উদ্ভাবন করেছেন। ছয় মাসের প্রচেষ্টায় এ ডিভাইসটি উদ্ভাবন করেন তিনি।মাহাবুল হাসান জিকু সাংবাদিকদের জানান, এ ডিভাইসের মাধ্যমে বাসাবাড়িসহ যেকোনো ইলেক্ট্রনিক্স যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। ডিভাইসটি দিয়ে এসএমএস এর মাধ্যমে যেকোনো যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। যেকোনো সিম দিয়ে অন/অফ লিখে এসএমএস করতে হবে জিএসএম মডিউলের সঙ্গে সংযুক্ত সিমের নম্বরটিতে। এসএমএস এর মাধ্যমেই ইলেক্ট্রনিক্স ডিভাইসটি বন্ধ ও চালু হবে।তিনি আরও বলেন, যন্ত্রটিতে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যেখানে বন্ধ ও চালু হওয়া ডিভাইসটির সঙ্গে উদ্ভাবনকৃত যন্ত্রটির জিএসএম মডিউল, ট্রানজিস্টরের মাধ্যমে সম্পর্ক ও সুইচিং করবে। এতে বিশ্বের যেকোনো স্থান থেকে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।ক্ষুদে বার্তার মাধ্যমে কোনো যন্ত্র অন/অফ করলে জিএসএম মডিউলের সঙ্গে সংযুক্ত সিম থেকে যন্ত্রের মালিকের সিমে নিশ্চিতকরণ বার্তা আসবে। উদ্ভাবনকৃত যন্ত্র দিয়ে বাসাবাড়ির লাইট, ফ্যান, এসি, রেফ্রিজারেটর, ইলেক্ট্রনিক পাম্পসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে এই যন্ত্র দিয়ে ১৫/১৭টি ডিভাইস নিয়ন্ত্রণ সম্ভব বলেও জানান তিনি।তিনি আরও জানান, এ ডিভাইসটি উদ্ভাবন করতে তার সময় লেগেছে ছয় মাস। উন্নতমানের যন্ত্রাংশের সাহায্যে নির্মিত ডিভাইসটি উদ্ভাবন করতে খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা। তবে আরও গবেষণা করে এর খরচ ও আকৃতি কমানো সম্ভব বলে জানান জিকু।উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহাবুল হাসান জিকু চুয়াডাঙ্গা জেলার জেলার দামুঢ়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মো. মাওলা বক্সের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়।সালাউদ্দিন কাজল/এমজেড/বিএ
Advertisement