বিনোদন

আঁখি ও কোনাল মাতিয়ে তুললেন কালীগঞ্জ

মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেচে গেয়ে কালীগঞ্জবাসীকে মাতিয়ে তুলেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর ও চ্যানেল আই সেরাকণ্ঠ গায়িকা কোনাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।চ্যানেল আই খ্যাত জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় শুরুতেই উপস্থিত হাজার হাজার দর্শকদের করতালির মধ্য দিয়ে ঝলমলে মঞ্চকে আরো আলোকিত করে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী কোনাল। তিনি একে একে গেয়ে শোনান, ভালো আছি ভালো থেকো, বাংলাদেশের ঢোল, একদিন বাঙালি ছিলামরে, বসন্ত বাতাশে, শ্রাবণের মেঘসহ বেশ কিছু জনপ্রিয় গান। কোনালের গান যখন চলছিল উপস্থিত দর্শকরা নিজেদের বয়সের পার্থক্য ভুলে সবাই প্রতিমন্ত্রীর সামনে নেচে গেয়ে একাকার। অবশ্য ওই দর্শকদের মধ্য থেকে প্রতিমন্ত্রী চুমকি দুইজনকে পুরস্কৃত করেন। তাদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ষাটোর্ধ আমির হোসেন। উপস্থাপিকা ব্রাউনিয়া তো বলেই ফেললেন আমির হোসেনের শারীরিক বয়স ৬০/৬৫ হলেও তার মনের বয়স ১৯ এবং হৃয়ের রং কমলা। কোনাল যখন মঞ্চ থেকে নেমে যাবেন উপস্থিত দর্শকরা তখন আঁখি আঁখি বলে স্লোগান দিচ্ছিলেন। উপস্থাপিকা ব্রাউনিয়া তখন ঘোষণা দিলেন এখন এশার নামাজের বিরতি চুপশে গেল দর্শক। নামাজের বিরতি শেষে আলো ঝলমলে মঞ্চে আসেন আঁখি। চুপশে যাওয়া দর্শক আবার জেগে উঠেন। আঁখি মঞ্চে এসেই উপস্থিত দর্শকদের সঙ্গে অলিখিত একটি চুক্তি সম্পাদন করে ফেলেন। তিনি গাইতে পারেন যদি উপস্থিত দর্শকরা নাচেন। এ যেন মেঘ না চাইতেন তুফান। সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরাও লাফিয়ে উঠেন। আঁখি আলমগীর শুরু করেন দোলনা ছবির একটি কালজয়ী ‘তুমি আমার কত চেনা’ গান দিয়ে। এরপর একে একে গেয়ে শোনান- বন্ধু আমার রশিয়া, শ্যাম পিরিতি আমার অন্তরে, জল পড়ে পাতা নড়ে, ঝড়কা ঝাটকা, পিরিতি বিষম কাটাসহ অসংখ্য জনপ্রিয় গান।আঁখি আলমগীর যখন বললেন, এটাই আজকের জন্য তার শেষ, উপস্থিত দর্শকরা তখন হইচই করে উঠেন। তাই দর্শকদের অনুরোধে আঁখি আলমগীরকে আরো গান গাইতে হলো। অনুষ্ঠান শেষে তৃপ্তির ঢেকুর কাটতে কাটতে দর্শকরা বাড়ি ফিরেন। আর তাদের কণ্ঠে গুন গুন করে ছিল আঁখি ও কোনালের গাওয়া গানগুলো।     আব্দুর রহমান আরমান/এমএএস/আরআইপি

Advertisement