ক্যাম্পাস

জবি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্যের প্রতিবাদ ও স্বতন্ত্র বেতন কোঠামোর দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা।জবি ক্যাম্পাসে বুধবার সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।আন্দোলনের কারণে কয়েকজন শিক্ষক নেতা ছাড়া অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি। বন্ধ রয়েছে সব ধরনের বিভাগীয় কার্যক্রম।এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান।এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। এতে সেশনজটের আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থার দ্রুত পরিবর্তন চান তারা।জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এসব যৌক্তিক দাবি পূরণ হলেই আমরা ক্লাসে ফিরে যাবো।এসএম/একে/আরআইপি

Advertisement