দেশজুড়ে

না.গঞ্জে মাদক নির্মূলে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি

নারায়ণগঞ্জ থেকে মাদক চিরতরে নির্মূল করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি-২০১৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নারায়ণগঞ্জ  সরকারি তোলারাম কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা মাদক না গ্রহণের অঙ্গীকার করে স্বাক্ষর দেন।  বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথভাবে কর্মসূচির আয়োজন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.ছালোয়ার হোসেন দুই কলেজের শিক্ষার্থীদের নিয়ে ওই অনুষ্ঠানের উদ্বোধনী স্বাক্ষর করেন।  তারই ধারাবাহিকতায় স্বাক্ষর করেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান, সিভিল সার্জন আশুতোষ দাস, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল নাহিদা বারিক, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওহাব চৌধুরী প্রমুখ।  তবে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা দুপুরে উপস্থিত হয়ে মাদক বিরোধী গণস্বাক্ষর কর্মসূচির কার্যক্রমে স্বাক্ষর করেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শিরীন আক্তারসহ অন্যরা গণস্বাক্ষর করেন। গণস্বাক্ষর কর্মসূচিতে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, চাষাঢ়া শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচিটি আয়োজনের উদ্দেশ্য হলো শহীদ মিনারটি বর্তমানে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মিলনমেলা। এখানে যারা আসবে তারা মাদকের বিরুদ্ধে স্বাক্ষর করবে। স্বাক্ষর করতে না পারলে অন্যরা কি লিখেছে সেটা পড়বে। তিনি মাদকের বিরুদ্ধে প্রচারে মিডিয়া কর্মীদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে বলেন, প্রচারের মাধ্যমে সকল মানুষকে মাদক বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, অনেকে কৌতুহলবশত মাদকের স্বাদ গ্রহণ করতে গিয়ে মাদকসেবিতে পরিণত হয়। আমরাতো কখনোই কৌতুহলবশত মাদক গ্রহণ করিনি, আমরা কী খারাপ আছি। তাই মাদককে সবার না করতে হবে। মো. শাহাদাত হোসেন/এমজেড/আরআইপি

Advertisement