ঢাকাই ছবিতে নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে নির্মিতব্য চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এই ছবিতে নায়িকা আছেন, নায়ক আছেন। প্রেম আছে, সে প্রেম ভাঙনের গল্পও আছে। অবশ্য ছবিটার মূল কাহিনি অসম প্রেমে বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ত এবং বৈচিত্রময় অভিজ্ঞতা নিয়েই। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও বাস্তবতার চালচিত্রে সেই নারীর জীবনের ঘাত-প্রতিঘাতের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে আছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। সম্প্রতি দারুণ এক খবর জানালেন এই ছবির পরিচালক হাবিব। তিনি জাগো নিউজকে বলেন, ‘রাত্রির যাত্রী চলচ্চিত্রটি মুক্তির পরে যে লভ্যাংশ আসবে তার একটি অংশ গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।’তিনি আরো বলেন, ‘আমি মনে করি ভালো ছবি বানানো যেমন সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে, তেমনি সরাসরি মানুষের পাশে দাঁড়ানোটাও সামাজিক কাজ। সে ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এদিকে পরিচালকের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন ছবির অভিনেত্রী মৌসুমী ও অন্যান্য কলাকুশলীরা।‘রাত্রির যাত্রী’ ছবিটিতে মৌসুমীর প্রেমিক হিসেবে অভিনয় করতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। তার বাবা হিসেবে থাকছেন চলচ্চিত্রের নন্দিত অভিনেতা এ টি এম শামসুজ্জামান। শহরে থাকা মৌসুমীর ভাই ও তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল ও সোনিয়া হোসেন। আরো আছেন- বরেণ্য নির্মাতা সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, আনান জামান প্রমুখ।এই চলচ্চিত্রের দুটি গানে নেচেছেন আইটেম কন্যা নায়লা নাঈম ও সাদিয়া আফরিন। গান দুটি গেয়েছেন রুবাইয়াত জাহান ও লেমিস।ফেব্রুয়ারি মাসের মধ্যেই ছবিটি সেন্সরে জমা দেওয়ার কথা ভাবছেন নির্মাতা। শিগগিরই কোনো একটি উৎসবকে ঘিরে মুক্তি পাবে রাত্রির যাত্রী।এলএ/আরআইপি
Advertisement