ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সংগঠনটি। বুধবার সংগঠনের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানান। কামরুজ্জামান কাজলের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান ডিআরইউ নেতারা। গত সোমবার ( ১১ জানুয়ারি) সাতক্ষীরা জেলা সদরের পলাশপুরে হামলার শিকার হন কাজল। কে বা কারা মোটর সাইকেলযোগে এসে পিছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কামরুজ্জামান কাজলের পিঠ, ঘাড় ও কান মারাত্মকভাবে জখম হয়। বিবৃতিতে বলা হয়, স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে মঙ্গলবার সাতক্ষীরার নিজ বাসায় ফিরেছেন কামরুজ্জামান কাজল। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নং- ৪৫১। আরএম/একে/আরআইপি
Advertisement