বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৭৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৮ হাজার ৩০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ লাখ এক হাজার ৬৮২ জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪৭ হাজার ১৯১ জনে।
Advertisement
২৪ ঘণ্টায় বিশ্বে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৬৭১ জন। শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ কোটি চার লাখ ২৮ হাজার ৮৪৫ জন।
রোববার (২০ মার্চ) সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৯৫ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৫৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন তিন লাখ ৬৪ হাজার ৫৮ জন।
Advertisement
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন তিন লাখ ৮১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৩১৯ জন। মহামারি শুরুর পর থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৯০ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ১২ হাজার ১০১ জন।
দক্ষিণ কোরিয়ার পরপরই গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ১৮৭ জন এবং মারা গেছেন ১১৯ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৪০৮ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ৩২৭ জন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৯৭ হাজার ৮৪৫ জনে। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৬২ জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে পৌঁছেছে আট কোটি ১৪ লাখ চার হাজার ১৩৫ জনে।
শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৮৬৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ৯৬ লাখ ১৭ হাজার ২৬৬ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৭ হাজার ১৫৭ জনের।
Advertisement
শনাক্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২৯ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৩০ লাখ সাত হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১২৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এ দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ ২১ হাজার ৯৩১ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৬ লাখ ২৯ হাজার ৮১৪ জনের।
তুরস্কে একদিনে শনাক্ত ১৭ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ১০৫৮ জন। এসময়ে ইতালিতে শনাক্ত ৭৪ হাজার ২৪ জন এবং মারা গেছেন ৮৫ জন, ইন্দোনেশিয়ায় শনাক্ত সাত হাজার ৯৫১ জন এবং মৃত্যু হয়েছে ১৮৮ জনের, ফ্রান্সে শনাক্ত ৯৮ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ৬২ জন, জাপানে নতুন শনাক্ত ৪৯ হাজার ২১০ জন এবং মারা গেছেন ১৫৫ জন।
এছাড়াও একদিনে ফিলিপাইনে ২৪ জন, কানাডায় ১৬ জন, আর্জেন্টিনায় ৪৪ জন, ইরানে ৭২ জন, মালয়েশিয়ায় ৮৫ জন, চিলিতে ৬৫ জন এবং থাইল্যান্ডে ৮৭ জনের মৃত্যু হয়েছে।
ইএ/এমএস