ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টের (ডব্লিউএফবিবি) আন্তর্জাতিক ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
সম্প্রতি সংগঠনটির আহ্বায়ক ড. বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সুহাস বড়ুয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। নিরপেক্ষ নির্বাচন বা মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে ১৪ এপ্রিলের মধ্যে বা আগে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
এছাড়াও সদস্য-সদস্যা ও প্রতিনিধিদের নামের তালিকা হালনাগাদসহ প্রকাশ করে কমিটি গঠনের দিন ও তারিখ খুব শিগগিরই ঘোষণা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Advertisement
সভাপতির বক্তব্যে ড. বসুমিত্র বড়ুয়া বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সময়ের ব্যবধান উপেক্ষা করে সভায় অংশ নেওয়া ও মূল্যবান মতামত দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হলো।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য-সদস্যা ও প্রতিনিধিরা সভায় অংশ নেন। এসময় বক্তব্য দেন- এশিয়ার মধ্যপ্রাচ্য থেকে প্রতিনিধি অনুত্তর বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে রানা বড়ুয়া জিসাং, সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া, ভারত থেকে সুমন বড়ুয়া, থাইল্যান্ড থেকে মৃদুল বড়ুয়া, নরওয়ে থেকে লাভলু বড়ুয়া, স্পেন থেকে বিপ্লব বড়ুয়া, ইতালি থেকে সুমেধ তাপস বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ম আহ্বায়ক উদয়ন বড়ুয়া, প্যারিস থেকে সিনিয়র সদস্য স্বদেশ বড়ুয়া, প্যারিস থেকে সদস্য দীপন বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ম সদস্যসচিব তাপস বড়ুয়া রিপন, উত্তর আমেরিকার কানাডা থেকে প্রতিনিধি শিপ্রা বড়ুয়া, টরন্টো থেকে যুগ্ম আহ্বায়ক আশীষ বড়ুয়া, কানাডা থেকে প্রতিনিধি সৈকত বড়ুয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে প্রতিনিধি ঝর্ণা বড়ুয়া, নিউইয়র্ক থেকে যুগ্ম সদস্য সচিব রণবীর বড়ুয়া, ম্যাসাচুসেট্স থেকে প্রতিনিধি শিমুল বড়ুয়া, বোষ্টন থেকে সদস্য সোহেল বড়ুয়া প্রমুখ।
একেআর/এমআরএম/জেআইএম
Advertisement