বাংলাদেশি হৃদরোগীদের চিকিৎসার জন্য সাড়ে সাত লক্ষাধিক টাকা মূল্যের ড্রাগ ইলুইটিং স্টেন্ট ও বেলুন দান করেছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. মোয়াজুর রহমান মারুফ। বুধবার ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের কার্যালয়ে তিনি চিকিৎসাসামগ্রী তুলে দেন। এ সময় প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক সৈয়দ আলী আহসান, সিন্ডিকেট মেম্বার ডা. হারিসুল হক, চিফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. একেএম শরীফুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. এসএম মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও সহকারী অধ্যাপক ডা. জাহানারা আরজু প্রমুখ উপস্থিত ছিলেন। এমইউ/এসএইচএস/এমএস
Advertisement