জাতীয়

যানবাহনে যৌন হয়রানি রোধে কমিটি

যানবাহনে যৌন হয়রানি রোধে ১৫ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বুধবার কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ।এর আগে মঙ্গলবার এ ধরনের কমিটি গঠনের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে কমিটির প্রধান করা হয়েছে জানা গেছে। কমিটির অন্য সদস্য হচ্ছেন- কমামিস্ট সৈয়দ আবুল মকসুদ, হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শন, বিআরটিএ পরিচালক (বাস্তবায়ন) ও কারিগরি, মহানগর পুলিশের প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিনিধি, বুয়েটের প্রতিনিধি, সাংবাদিক প্রণব সাহা, ব্র্যাকের প্রতিনিধি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক কর্তৃপক্ষের মহাসচিব এনায়েত উল্লাহ খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী।জানা গেছে, কমিটি যৌন হয়রানি রোধে কাজ করবে। অন্যদিকে, মহাসড়কে অটোরিকসা, থ্রি-হুইলার, টেম্পু চলাচল নিয়ন্ত্রণ তদারকি করবে। এছাড়া হাইওয়ের পাশে বিলবোর্ড অপসারণেও কাজ করবে কমিটি।এসএ/একে/আরআইপি

Advertisement