আন্তর্জাতিক

আফগানিস্তানে কনস্যুলেটে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

আফগানিস্তানের জালালাবাদে ভারত, পাকিস্তান ও ইরানের কনস্যুলেট ভবনের কাছে শক্তিশালী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবারের এ হামলায় আরো অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে। খবর আলজাজিরা।কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশের কনস্যুলেট ভবনের কাছে আত্মঘাতী হামলা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ওয়ানটিভিনিউজএএফ প্রথমে আত্মঘাতী বোমা হামলায় ২ জন নিহত হওয়ার তথ্য জানায়। এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট কনস্যুলেট ভবনের কাছে ওই হামলার দায় স্বীকার করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আত্মঘাতী হামলার পর পাকিস্তান কনস্যুলেট সিলগালা করে দেয়া হয়েছে। এনডিটিভি বলছে, ভারতীয় কনস্যুলেট থেকে দুইশ মিটার দূরে ওই হামলার ঘটনা ঘটেছে। তবে কনস্যুলেটের কর্মকর্তারা নিরাপদে আছেন। বেশ কয়েক ঘণ্টা সংঘর্ষের পর আইন-শৃঙ্খলা বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় তিন হামলাকারী নিহত হয়েছে। ২ জানুয়ারি পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হয়। ওই হামলার রেশ কাটতে না কাটতেই পরদিন রাতে আফগানিস্তানে মাজার-ই শরিফ শহরে ভারতীয় কনস্যুলেটে হামলা হয়। ভারতীয় কনস্যুলেট ভবন লক্ষ্য করে গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। মঙ্গলবার ভারতের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, ৩ জানুয়ারি আফগানিস্তানের মাজার-ই-শরীফে ভারতীয় কনস্যুলেটে হামলায় পাকিস্তানি সেনাবাহিনী জড়িত।এসআইএস/আরআইপি

Advertisement