গরুর খামার থেকে বেশি আয় করতে হলে সব বিষয়ে খেয়াল রাখতে হবে। বিভিন্ন ঋতুতে গরুর আলাদা আলাদা নিয়মে যত্ন নিতে হয়। এই গরমে গরুর যত্নের বিষয়ে বিশেষ নজর নিতে হবে। প্রচণ্ড গরমে গরুর স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় যেসব ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তা জেনে নিন।
Advertisement
গরমের সময় গরুর বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। প্রচণ্ড গরমে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে। পাশাপাশি সম্ভব হলে পানির সঙ্গে সেলাইন মিশিয়ে দিতে গরুকে দিতে হবে। প্রচণ্ড গরম থেকে গরুকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত ক্ষেতে চরানো প্রয়োজন।
অন্যদিকে তীব্র গরমে গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে এবং একই সঙ্গে সবুজ ঘাস ও কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে। গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখতে হবে। গরুর থাকার স্থানে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
প্রচণ্ড গরমের সময় গরুকে যথাসম্ভব গরুকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এতে গরু সহজেই ক্লান্ত হয়ে উঠবে না। গরম থেকে গরুকে রক্ষার জন্য প্রয়োজনে শুকনো খাদ্যকে পানির সাথে খাওয়ানো যেতে পারে। এতে গরুর শরীর ঠান্ডা থাকবে।
Advertisement
গরমের হাত থেকে রক্ষার জন্য রাতে গরুর খামারে ফ্যানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মশা থেকে রক্ষা করার জন্য মশারি ব্যবহার করেত হবে।
এমএমএফ/এএসএম