দেশজুড়ে

শার্শায় সঞ্চয় ব্যাংকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

যশোরের শার্শা উপজেলায় মঙ্গলবার বিকেলে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। পরে সন্ধ্যায় তিনি শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভা করেন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, সোহারাব হোসেন, ইলিয়াছ কবির বকুল, আলিম রেজা বাপ্পী, আয়নাল হক, কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান, শার্শা থানা পুলিশের ওসি মনিরুজ্জামান, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমম্বয়কারী কামারুজ্জামানসহ উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আইন-শৃংখলার উন্নতি, দারিদ্র বিমোচন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, দুর্নীতি দমন, মাদক ব্যবহার প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধসহ মতবিনিময় সভায় আলোচনা করা হয়। এর আগে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর শার্শায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রি কলেজ, শার্শা থানা পরিদর্শন করেন।জামাল হোসেন/এমএএস/এমএস

Advertisement