বাংলা ভাষার কিংবদন্তি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। দীনবন্ধু ছিলেন সরকারি সুপার নিউমারি ইন্সপেকটিং পোস্টমাস্টার। চাকরির সুবাদে তাকে নানা জায়গায় যেতে হত। একবার তিনি গেছেন আসামের কাছাড়ে।
Advertisement
সেখান থেকে একজোড়া কাপড়ের জুতা কিনে নিয়ে এলেন বয়ঃকনিষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের জন্য। জুতা জোড়া ভালো করে মুড়ে একজন লোক মারফত পাঠিয়ে দিলেন বঙ্কিমচন্দ্রের কাছে। তারসঙ্গে একটা চিরকুটে লিখলেন, ‘কেমন জুতা?’
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জুতাজোড়া হাতে পেয়ে দেখলেন ও লেখাটি পড়ে মুচকি হাসলেন। তারপর জুতা বাহকের হাতে একটি চিরকুট লিখে ধরিয়ে দিলেন। কী লেখা সেই চিরকুটে? দীনবন্ধুর উদ্দেশে সেই চিরকুটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘ঠিক তোমার মুখের মতো।’
অর্থাৎ তোমার মুখ যেমন সুন্দর, জুতাজোড়াও তেমনই।
Advertisement
লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে/এএসএম
Advertisement