এ বছরের শুরুতে এজ ব্রাউজারের ৯৮.০. ১১০৮.৪৩ সংস্করণের আগের সংস্করণগুলোতে নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়ে সবাইকে সতর্ক করেছিল ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।
Advertisement
তখন বড় ধরনের নিরাপত্তাত্রুটির খোঁজ পাওয়া গিয়েছিল এজ ব্রাউজারে। এ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে ব্যবহারকারীদের কম্পিউটারে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালানো যায়।
এর মাত্র দেড় মাসের মধ্যে ফের বড় ধরনের নিরাপত্তাত্রুটির খোঁজ মিলেছে এজ ব্রাউজারে। এজ ব্রাউজারের ৯৯.০.১১৫০.৩০ সংস্করণের আগের সব সংস্করণ ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে এজ ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজারটি ব্যবহারে সতর্কও করেছে তারা।
Advertisement
বিশ্বজুড়ে প্রায় ৯.৫৪ শতাংশ কম্পিউটারে এজ ব্রাউজার ব্যবহার হয়ে থাকে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উন্মুক্তের পর এজ ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতেও এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
ভারতের সরকারি প্রতিষ্ঠানটির দাবি, মাইক্রোসফটের তৈরি এজ ব্রাউজারে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ব্যবহারকারীদের যন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া যায়। সাইবার হামলা থেকে রেহাই পেতে ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণের এজ ব্রাউজার (৯৯.০.১১৫০.৩৯) ব্যবহারের অনুরোধ করেছে তারা।
গত সপ্তাহে উন্মুক্ত হওয়া এজ ব্রাউজারটিতে নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করেছে মাইক্রোসফট। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় বেশি নিরাপদ থাকবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Advertisement
কেএসকে/এমএস