ব্যক্তিগত ও অতি গোপনীয়নতুন এক গয়নার দোকানের মালিক সিদ্ধান্ত নিলেন তাদের দোকানের বিজ্ঞাপন শহরের প্রতিটি বিবাহিত নারীদের কাছে পৌঁছে দেবেন। তিনি বিজ্ঞাপনগুলো খামে ভরে তাদের স্বামীদের নামে পাঠিয়ে দিলেন, আর খামের ওপরে লিখে দিলেন- ব্যক্তিগত ও অতি গোপনীয়।
Advertisement
****
প্রচুর ঝড়-বৃষ্টিশিক্ষক: পল্টু, মনে করো, তুমি জাহাজে করে যাচ্ছ। এমন সময় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। কী করবে তুমি?পল্টু: স্যার, আমি দ্রুত নোঙর ফেলব।শিক্ষক: ধরো, একটু পর আবারও ঝড়! বৃষ্টি! কী করবে তুমি?পল্টু: স্যার, আমি আবারও নোঙর ফেলব।শিক্ষক: আবারও ঝড়-বৃষ্টি শুরু হলে?পল্টু: আবারও নোঙর ফেলব!শিক্ষক: ওহ্! তুমি এত নোঙর পাও কই?পল্টু: স্যার, আপনি এত ঝড়-বৃষ্টি পান কই?
****
Advertisement
দুদিনেই নরকস্বামী-স্ত্রীর আলাপচারিতা–স্ত্রী: আচ্ছা স্বর্গে বিয়ে হয় না?স্বামী: নাস্ত্রী: কেন?স্বামী: স্বর্গে যদি বিয়ে হয়, তাহলে সেটা আর স্বর্গ থাকবে না, দুদিনেই নরক হয়ে যাবে।
কেএসকে/এমএস