দেশজুড়ে

ফুলছড়িতে হরতাল : সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাবেক হেড কোয়ার্টার গজারিয়া ইউনিয়নের নির্বাচন দাবিতে বুধবার সেখানে প্রতীকী হরতাল পালন করা হয়েছে। হরতালের শেষ পর্যায়ে একদল লোক মিছিল করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনতোষ রায় মিন্টুর ছোট ভাই দৈনিক সমকালের ফুলছড়ি প্রতিনিধি ভবতোষ রায় মোনার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্যামেরা ছিনতাই এবং কম্পিউটারসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে। এসময় ফুলছড়ি থানার পুলিশ এসে ভাঙচুর ঠেকানোর চেষ্টা করলে মিছিলকারীরা বিক্ষুব্ধ হয়ে ফুলছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের অপসারণ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সূত্র জানায়, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনতোষ রায় মিন্টু তার ইউনিয়নের জিয়াডাঙ্গা, গলনা ও ভাজনডাঙ্গাসহ ৩টি মৌজা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ইউনিয়নের সীমানা নতুন করে চিহ্নিত করার পর নির্বাচন দেয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন জানান। এতে তার বিরোধীপক্ষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এটি নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত করার অপপ্রয়াস বলে দাবি করে তারা গত মাসাধিককাল ধরে ধর্মঘট, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে। বুধবার হরতাল কর্মসূচির সময় আন্দোলনকারীরা চেয়ারম্যানের ছোট ভাই সাংবাদিক ভবতোষ রায় মোনার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ ব্যাপারে গজারিয়া ইউপি চেয়ারম্যান মনতোষ রায় মিন্টু বলেন, নদী ভাঙনের ফলে ইউনিয়নের মানচিত্র লণ্ডভণ্ড হয়ে গেছে। তাই তিনি সীমানা পুনঃনির্ধারণ করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। এটি বিবেচনার এখতিয়ার কর্তৃপক্ষের। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে তার ইমেজকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। কিছু লোক অব্যাহতভাবে তাকে ও তার পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি দিচ্ছে। সেই ধারাবাহিকতায় তার ছোট ভাই সাংবাদিক মোনার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।  অমিত দাশ/এমএএস/আরআইপি

Advertisement