স্বাস্থ্য

‘হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে’

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক ডা. আব্দুল মালিক বলেছেন, বিশ্বব্যাপী হৃদরোগ এখন মৃত্যুর সর্বপ্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেও হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। জনগণের মাঝে হৃদরোগ বিষয়ক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক স্তরে হৃদরোগ বিষয়ক গবেষণা বাড়াতে না পারলে সামগ্রিকভাবে এই রোগের বিস্তার রোধ অসম্ভব হয়ে দাঁড়াবে।

Advertisement

আজ শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আইপিডিআই ফাউন্ডেশন আয়োজিত হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘আইপিডিআই কার্ডিওকন-২০২২’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এমন একটি সম্মেলনের আয়োজন করে আইপিডিআই ফাউন্ডেশন খুব সময়পোযোগী সিদ্ধান্ত নিয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

Advertisement

দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, অধ্যাপক ডা. আফজালুর রহমান, অধ্যাপক ডা. এম মোমিনুজামান, অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি প্রমুখ।

কনফারেন্সে দেশি ও বিদেশি হৃদরোগের চিকিৎসকরা অংশ নিয়েছেন, বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং ট্রেনিং ভিলেজে নতুন চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ডা. মহসীন আহমদ বলেন, হেলদি হার্ট হ্যাপি লাইফ অরগানাইজেশনের (হেলো) সহযোগী সংগঠন আইপিডিআই ফাউন্ডেশন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণার কাজ করে আসছে। সাধারণ মানুষের মাঝে হৃদরোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সহায়তা ও গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ লাভ করায় শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

এমইউ/এমএইচআর/এএসএম

Advertisement