তদন্তে ত্রুটির কারণে শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় সম্পূরক চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ১৩ জানুয়ারি বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান ওই আদেশ দেন। অন্যদিকে, একইদিন মামলায় চার্জশিটভুক্ত চার আসামিসহ হাজতি পাঁচজনের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২১ জানুয়ারি। ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফসহ কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। অপহরণের ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত রাহাতের খালু লতিফসহ অপর তিন আসামি রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিএনএ টেস্টের রিপোর্ট প্রাপ্তির পর গত ২৯ নভেম্বর হাজতি আসামি জায়েদা ওরফে আবেদা বেগমকে (আসামি আসলাম বাবুর মা) অব্যাহতির আবেদন জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০ ধারা এবং তৎসহ দ.বি. ৩০২/২০১/৩৪ ধারায় লতিফসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠান। বুধবার ওই মামলায় চার্জশিট গ্রহণের বিষয়সহ হাজতি পাঁচজন আসামির জামিনের বিষয়ে শুনানি শেষে তদন্তে ত্রুটির কারণে শিশু রাহাত হত্যা মামলায় সম্পূরক চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক। ট্রাইব্যুনালের বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, দাখিলকৃত চার্জশিটে সংবাদদাতা বাদী ও সাক্ষীদের কোনো বয়স উল্লেখ নেই। বিষয়টি তদন্ত কার্যে ত্রুটি হিসেবে বিবেচিত হওয়ায় দ্রুত সম্পূরক চার্জশিট দাখিলের জন্য শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি নির্দেশ দেয়া হয়।বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জাগো নিউজকে বলেন, শিশু আইনে কেবল আসামি নয়, সাক্ষীদের বয়সের বিষয়টিও বিবেচিত হয়। আলোচিত মামলায় ‘ডিজিস্ট’ রাহাত ব্যতীত কোনো সাক্ষীই শিশু বা নাবালক নন। তারপরও তদন্তে ওই বিষয়টি উল্লেখ না থাকায় আদালত তদন্ত কর্তৃপক্ষকে যথাযথ আদেশই দিয়েছেন।এ ব্যাপারে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জাগো নিউজকে বলেন, শিশু রাহাত হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি শুনেছি। আদেশের কপি পেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেব।হাকিম বাবুল/এমজেড/আরআইপি
Advertisement