দক্ষিণ আফ্রিকার তুলনামূলক বাউন্সি পিচে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে দলে স্বীকৃত ব্যাটার থাকবেন কতজন? জোহানেসবার্গের সেঞ্চুরিয়নে কজন পেসার নিয়ে নামবে তামিম বাহিনী? সাকিব আল হাসানসহ একাদশে স্পিনারই বা থাকবেন কজন?
Advertisement
এসব কৌতূহলী প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর জানা যাবে বিকেল সাড়ে ৪টায়, টস হয়ে যাওয়ার পর। তবে দলীয় সূত্রে জানা গেছে, কন্ডিশন বদল হলেও টাইগারদের টিম কম্বিনেশনে কোন পরিবর্তন আসছে না।
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ দিন যে ১১ জন খেলেছিল বাংলাদেশ দল, আজ জোহানেসবার্গের সেঞ্চুরিয়নে ঠিক সেই দলটিকেই খেলতে দেখা যাবে।
তার মানে দলে স্পেশালিস্ট ব্যাটার থাকছেন সাত জন (তামিম, লিটন, সাকিব, মুশফিক, আফিফ, মাহমুদউল্লাহ ও ইয়াসির রাব্বি), পেসার তিন জন (তাসকিন, মোস্তাফিজ ও শরিফুল) ও অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি মিরাজ। বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
Advertisement
এআরবি/এসএএস/এমএস