আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বেলারুশের ২২ কর্মকর্তার বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা
প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে রাশিয়ার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে দেশটির একচেটিয়ে সমর্থন পাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে বেলারুশের ২২ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো কানাডা।
সন্ত্রাসী তালিকা থেকে ইরানি বাহিনীকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
Advertisement
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) বিদেশি সন্ত্রাসী সংগঠনের (এফটিও) তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। বর্তমানে ইরান ও পশ্চিমা বিশ্ব পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যেই এমন গুঞ্জন সামনে এলো।
ইরানের উপকূলে আমিরাতের জাহাজডুবি, উদ্ধার ২৯
ইরানের উপকূলে সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ৩০ জন ক্রু সদস্য নিয়ে এটি পারস্য উপসাগরে ডুবে যায়। ইরানের নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ জনকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে।
নাজি-১৮ ও নাজি-২০ নামের দুইটি নৌযান উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। তবে ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Advertisement
ইউক্রেন সংকট হতে পারে উপসাগরীয় দেশগুলোর জন্য আশীর্বাদ
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ উপসাগরীয় দেশ ও কোম্পানিগুলোর জন্য আশীর্বাদ হতে পারে। এর অন্যতম কারণ হচ্ছে তেল-গ্যাস। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার সমাধান খোঁজার চেষ্টা হচ্ছে উপসাগরীয় দেশগুলোতে।
ইউক্রেনে রাশিয়ার হামলার পরেই তেলের বাজারে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয়, বিশেষ করে ইউরোপে। তেলের দাম বাড়ায় ও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উপসাগরীয় দেশগুলোর রাজস্ব আয় অনেক বেশি বাড়তে পারে।
বাজার নিয়ন্ত্রণে সুদ বাড়াচ্ছে মার্কিন ফেডারেল ব্যাংক
করোনা মহামারিতে বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্রে লাফিয়ে বেড়েছে পণ্যের দাম। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বেঞ্চমার্ক হার শূন্য দশমিক ২৫ শতাংশ তুলে আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। করোনা ও ইউক্রেনে রাশিয়ার হামলার পরই দেশটির অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়। এর মধ্যেই ফেডারেল রিজার্ভ এ সিদ্ধান্তের কথা জানায়।
যুক্তরাষ্ট্র-ইউরোপের কয়েকশ প্লেন জব্দ করছে রাশিয়া
ইউক্রেনের হামলার পরই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার এয়ারলাইনস চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দেন। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের লিজিং কোম্পানিগুলোর শত শত প্লেন জব্দ করছে রাশিয়া।
তেল রপ্তানি বাড়াতে সৌদির ওপর চাপ পশ্চিমাদের
তেল রপ্তানি বাড়ানো এবং রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টায় যোগ দিতে সৌদি আরবকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এখন পর্যন্ত তাতে খুব একটা সাফল্য মেলেনি। বরং পশ্চিমাদের সঙ্গে দূরত্ব বাড়ার পরিপ্রেক্ষিতে চীন-রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতেই আগ্রহী সৌদি আরব।
ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত
ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি নতুন এই ধরনের আক্রান্ত দুজন রোগীকে পাওয়া গেছে। ইসরায়েলর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ধরন এখনও বিশ্বের কাছে পরিচিত নয়। অতি সংক্রামক ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন এই ধরনটি গঠিত। এর আগে ডেল্টা এবং ওমিক্রনের সমন্বয়ে ডেল্টাক্রন নামে অপর একটি মিশ্র ধরন শনাক্ত হয়েছিল।
আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভারতীয় বিচারপতির ভোট
ইউক্রেনে অবিলম্বে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক আদালতের দেওয়ার রায়ের পক্ষে ভোট দিয়েছেন ভারতীয় একজন বিচারপতি। তার নাম দলবীর ভান্ডারী। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নীতির বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকে ভারত। একইসঙ্গে কূটনৈতিক স্তরে চলমান সংকট নিরসন করা উচিত বলে প্রস্তাব দেয় ভারত। এরইমধ্যে বিচারপতি দলবীরের আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া দিল্লিকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন মন্তব্যের পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই এ কথা বলেছেন বাইডেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমবারের মতো পুতিনের সমালোচনায় এমন শব্দ ব্যবহার করলেন এই মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, বাইডেন মন থেকেই এসব কথা বলেছেন।
এমএসএম/জেআইএম