ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি নতুন এই ধরনের আক্রান্ত দুজন রোগীকে পাওয়া গেছে। ইসরায়েলর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ধরন এখনও বিশ্বের কাছে পরিচিত নয়।
Advertisement
অতি সংক্রামক ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন এই ধরনটি গঠিত। এর আগে ডেল্টা এবং ওমিক্রনের সমন্বয়ে ডেল্টাক্রন নামে অপর একটি মিশ্র ধরন শনাক্ত হয়েছিল।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ধরনের ক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। করোনার অন্যান্য ধরনের ক্ষেত্রে যে চিকিৎসা এই ধরনের ক্ষেত্রে চিকিৎসা একই রকম।
নতুন এই ধরনের কারণে শরীরে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো হলো- হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা।
Advertisement
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর টেস্টের মাধ্যমে দুই যাত্রীর দেহে নতুন এই ধরন শনাক্ত হয়েছে।
ইসরায়েলের কোভিড রেসপন্স বিভাগের প্রধান সালমান জারকা বলেন, এই মুহূর্তে আমরা নতুন এই ধরন নিয়ে উদ্বিগ্ন নয়। এটি বড় ধরনের সমস্যা তৈরি করবে বলে আমরা মনে করি না।
টিটিএন/এএসএম
Advertisement