বিজয় দিবস উপলক্ষে গেল ১৬ ডিসেম্বর রাতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচার হয়েছিলো মুক্তিযুদ্ধের নাটক ‘আঁধারের ঋণ’। নাটকটি রচনা করেছেন তাবারুক হোসেন ভুঁইয়া এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই নাটকে রাজাকার চরিত্রে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও বাঈজি চরিত্রে নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন। আরো ছিলেন আহমেদ রুবেল, রামিজ রাজু প্রমুখ।এই নাটকের নতুন খবর হলো, এটি আরটিভির বার্ষিক প্রতিযোগীতামূলক আয়োজন স্টার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। প্রতি বছরে আরটিভিতে প্রচার হওয়া সেরা নাটক-অনুষ্ঠান ও কলাকুশলী বাছাইয়ের প্রতিযোগীতাই হলো স্টার অ্যাওয়ার্ড। এখানে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত সব নাটক ও অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, ব্যান্ডসহ মোট ২৮টি বিভাগে পুরস্কার ও স্বীকৃতি পদক দেওয়া হবে। সেখানে সেরা নাটক বিভাগে নমিনেশন পেয়েছে ‘আঁধারের ঋণ’। নাটকটিকে বিজয়ী করতে হলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSA 104 লিখে এসএমসএস পাঠাতে হবে ৪১৪১ নাম্বারে। প্রসঙ্গত, সারদা পুলিশ একাডেমি ও পুঠিয়া রাজবাড়িতে দৃশ্যধারণ করা হয়েছিলো মুক্তিযুদ্ধভিত্তিক ওই নাটকটির। এর গল্পে দেখা গিয়েছিলো- মুক্তিযুদ্ধ চলাকালে মোশাররফ করিম ছিলেন এলাকার প্রভাবশালী রাজাকার। তার সহায়তায় বেছে বেছে বুদ্ধিজীবী ও মুক্তচিন্তার মানুষদের নির্যাতন ও হত্যা করেছে পাকিস্তানি সেনারা। সুন্দরী তিশাকে আটক করে মোশাররফ বাঈজী বানিয়েছিলেন। নিজের ও পাকিস্তানিদের মনোরঞ্জন করিয়েছেন।কিন্তু যুদ্ধোত্তর বাংলাদেশে মোশাররফ এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্থ, সম্পদ আর প্রভাব-প্রতিপত্তি কোনো কিছুই অভাব নেই তার। অন্যদিকে সেই যুদ্ধে সম্ভ্রম হারিয়ে, বীরাঙ্গনা হিসেবে কোনো রকমে বেঁচে আছেন তিশা। উল্লেখ্য, এই নাটকের রচনাকার তাবারুক হোসেন ভুঁইয়া একজন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি প্রাইম ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কর্মজীবনে চিত্রনায়ক রিয়াজের সিনিয়র ছিলেন।ইউটিউবে দেখুন নাটক আঁধারের ঋণ : এলএ
Advertisement