জাতীয়

‘রিক্রুটিং এজেন্সিগুলো ব্যবসা করবে, শোষণ নয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা, ট্রলার ও ছোট জাহাজে করে সমুদ্র পথে বিদেশে লোক পাঠাতে কিছু রিক্রুটিং এজেন্সি অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ডের ব্যাপারে উল্লেখ করে বলেন, এই প্রাণঘাতী চেষ্টার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী বেসরকারি জনশক্তি রফতানিকারকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো অবশ্যই ব্যবসা করবে, কিন্তু মানুষকে শোষণ নয়।রোববার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণকালে একথা বলেন তিনি।প্রধানমন্ত্রী মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এ মন্ত্রণালয়ে যান রোববার। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কর্মসূচি সম্পর্কে খোঁজ-খবর নেন ও কাজের গতিশীলতার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও সচিব ড. খন্দকার শওকত হোসেন এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চাকরি প্রার্থীদের জন্য বিশ্ব কর্মসংস্থান বাজারের সুবিধা পেতে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বের ১৫৯টি দেশে বাংলাদেশের চাকরির বাজার সম্প্রসারিত হয়েছে। আন্তর্জাতিক চাকরি বাজারে আমাদের জনশক্তির অধিকতর সম্ভাবনা রয়েছে। এ জন্য আমাদের জনশক্তির অধিকতর প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।প্রধানমন্ত্রী বেসরকারি জনশক্তি রফতানিকারকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো অবশ্যই ব্যবসা করবে, কিন্তু মানুষকে শোষণ নয়।তিনি বলেন, সরকার বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে বন্ধ করার জন্য নয়, বরং তাদের আইন ও নীতি মেনে বিদেশে লোক প্রেরণে উৎসাহিত করতে সরকারি পর্যায়ে (জিটুজি) জনশক্তি রফতানির উদ্যোগ নিয়েছে।শেখ হাসিনা বলেন, প্রথমে বেসরকারি এজেন্সিগুলো আমাদের এ উদ্যোগের বিরোধিতা করেছে। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে, জনশক্তি রফতানি স্থিতিশীল রাখতে এ খাতের দুর্নীতি রোধ ও অবৈধ চর্চা বন্ধে সরকারি এ উদ্যোগের প্রয়োজন ছিলো।তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনশক্তি রফতানি খাতে শৃংখলা প্রতিষ্ঠায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছে। বিদেশে চাকরি প্রার্থী অনেকে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর দ্বারা হয়রানির শিকার হচ্ছে- এ কথা উল্লেখ করে এ ব্যাপারে জনগণের মাঝে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, তার সরকারেরআমলে জনশক্তি রফতানি খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এ সাফল্য ধরে রাখতে হবে।

Advertisement