ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরুর পরই সামরিক ব্যয় বাড়ানোর অঙ্গীকার করেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র থেকে ৩৫টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার ঘোষণা দিলেন তিনি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই জার্মান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের ফলে রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের কাজ বন্ধসহ অর্থনৈতিক সম্পর্ক সীমাবদ্ধেও ব্যবস্থা নিয়েছেন শলৎস। যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি পারমাণবিক বোমা বহনে সক্ষম এ যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করছে দেশটি।
যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমানগুলো কেনার সিদ্ধান্ত জার্মানির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এর ফলে দেশটির বিমানবাহিনী আরও বেশি শক্তিশালী হবে। যা পুরো ইউরোপের শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।
তাছাড়া চলতি বছরের শুরুতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, ইউরোপে মার্কিন বিমানবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমানে ২০২৩ সালের মধ্যে পারমাণবিক বোমা মোতায়েনের অনুমতি দেওয়া হতে পারে। এফ-৩৫ যুদ্ধবিমানের এ, বি ও সি নামের তিনটি সংস্করণ রয়েছে। এগুলোর মধ্যে এফ-৩৫এ মডেলটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
Advertisement
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।
এমএসএম/জিকেএস