দেশজুড়ে

গাইবান্ধায় অপহৃত যুবক উদ্ধার, আটক ২

গাইবান্ধায় আদালতে মামলার হাজিরা দিতে এসে অপহরণ হওয়া রফিকুল ইসলাম জনি (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমান (২৫) ও রতন মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করা হয়। বুধবার ভোরে সদর উপজেলার সুন্দরজান মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম জনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মাস্তা গ্রামের নিজামুল ইসলাম বাবুর ছেলে। আটক হাবিবুর রহমান জেলা শহরের পলাশপাড়ার মকবুল হোসেনের ছেলে ও রতন মিয়া সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রফিকুল ইসলাম জনি মঙ্গলবার সকালে একটি মামলার হাজিরা দিতে গাইবান্ধা জেলা জজ কোর্টে আসেন। এরপর দুপুরে কয়েকজন যুবক তাকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত জায়গায় আটক করে রাখে। পরে তারা মোবাইল ফোনের মাধ্যমে রফিকুল ইসলাম জনির পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম জনিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, এ ঘটনায় রফিকুল ইসলাম জনির স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আটক দুই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে। অমিত দাশ/এসএস/পিআর

Advertisement