আসন্ন টানা তিনদিনের ছুটিতে বান্দরবানের ৮৫ শতাংশ হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। তবে কেবল ১৭ মার্চের জন্য প্রায় সব কক্ষের আগাম বুকিং শেষ হয়েছে। ওই তারিখের জন্য নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।
Advertisement
বুধবার (১৬ মার্চ) জেলার বেশকিছু হোটেল-মোটেল ও রিসোর্ট ঘুরে এ তথ্য পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবানে হোটেল-মোটেল ও রিসোর্টগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করেছে। কেউ হোটেল ছাড়ছেন কেউবা লাগেজ নিয়ে আসছেন হোটেলের অভ্যর্থনা কক্ষের দিকে। এতে আনন্দিত এসব হোটেলের মালিক-কর্মচারীরা।
হোটেলগুলোতে কথা বলে জানা যায়, ১৭, ১৮ ও ১৯ মার্চ সরকারি ছুটি থাকায় ভ্রমণপ্রত্যাশীরা এসব হোটেল-মোটেলের কক্ষগুলো অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন। জেলার পর্যটন মোটেল বান্দরবান, হোটেল গ্র্যান্ড ভ্যালি, হোটেল নাইট হেভেন, হোটেল হিল ভিউ, হোটেল হিল্টন, হোটেল রিভার ভিউ ও হোটেল প্লাজার ৮৫ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। তবে ১৭ মার্চের কোনো কক্ষই খালি নেই। এ তারিখের সব কক্ষই অগ্রিম বুকিং নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
Advertisement
স্থানীয়রা জানান, পর্যটন নগরী বান্দরবানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। টানা সরকারি ছুটিতে পর্যটকদের সংখ্যা বাড়ে কয়েকগুণ। এতে আবাসন সংকটে অনেককে রাস্তা ও গাড়িতে রাতযাপন করতে হয়।
হোটেল হিল্টনের সুপারভাইজার মো. হাবিবুর রহমান, হোটেল গ্র্যান্ড ভ্যালির জেনারেল ম্যানেজার ইসমাইল হোসেন সুমন, হোটেল হিল ভিউয়ের ম্যানেজার মো. তুহিন পারভেজ জানান, ১৭ মার্চ কোনো কক্ষই খালি নেই। এছাড়া ১৮ ও ১৯ মার্চের ৮৫ শতাংশ কক্ষও অগ্রিম বুকিং নিয়ে রেখেছেন বান্দরবানের ভ্রমণপ্রত্যাশীরা।
হোটেল দ্য প্যারাডাইসের ম্যানেজার চম্পক চক্রবর্তী জানান, এরই মধ্যে হোটেলের ৮৫ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বান্দরবান পর্যটন নগরী হওয়ায় প্রায় সারাবছরই কমবেশি পর্যটকের পদচারণা থাকে। তবে টানা তিনদিনের ছুটিতে ২০-৩০ হাজার পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বান্দরবানের আবাসিক হোটেলগুলোতে পর্যটক ধারণক্ষমতা মাত্র পাঁচ হাজার। তাই ভ্রমণপিপাসুরা আগে থেকে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে না এলে আবাসন বিড়ম্বনায় পড়তে পারেন। যারা আবাসন সমস্যায় পড়বেন তাদের সকালে এসে সন্ধ্যার মধ্যে বান্দরবান ভ্রমণ শেষ করার পরামর্শ দিয়েছেন তিনি।
Advertisement
তিনি আরও বলেন, ভ্রমণে আসা সব পর্যটকের সার্বিক নিরাপত্তা ও সেবা দিয়ে সহযোগিতা করার জন্য বান্দরবান ট্যুরিস্ট পুলিশ প্রস্তুতি নিয়েছে।
নয়ন চক্রবর্তী/এমআরআর/জেআইএম