শেরপুরের নওহাটায় ট্রাকচাপায় স্কুলছাত্র জুনাইদ ইসলাম নিহত হওয়ার ঘটনায় দোষী ট্রাক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের খোয়ার পাড় মোড়ে উত্তর গৌরীপুর মডেল স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়ক দুর্ঘটনা রোধে ৭ দফা দাবি জানায়। পরে পুলিশ সুপার বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়। গত শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে শহরের উত্তর গৌরীপুর মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রকে শহরের নওহাটা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনার সুষ্ঠু বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে দায়ী চালককে গ্রেফতারের আশ্বাস দিলে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়। কিন্তু আজ পর্যন্ত সেই ট্রাক চালককে আটক করতে পারেনি পুলিশ। হাকিম বাবুল/এসএস/এমএস
Advertisement