না, মেসিকে এবার হারানো গেল না; কিন্তু ফুটবল জীবনের নতুন লক্ষ্য স্থির করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবসর নেয়ার আগে আরও ৫০০ গোল করতে চান তিনি। গত সেপ্টেম্বরেই সিআর সেভেন ক্যারিয়ারে ৫০০তম গোলের মাইলফলক পূরণ করেছেন। রিয়াল মাদ্রিদ তারকা আরও ৫০০’র খোঁজে। এত, এত গোল করার তাগিদ পান কোথা থেকে? না, সে উত্তর দেননি রোনালদো। শুধু বলেছেন, ‘হ্যাঁ, আরও ৫০০ গোল করার ইচ্ছে আছে। জানি, কাজটা কঠিন। তবু চেষ্টা করব।’ রেকর্ড নিয়ে তিনি কী ভাবেন? রোনালদোর সাফ জবাব, ‘প্রতিটি রেকর্ডই আমার কাছে বাড়তি। রেকর্ডে নিজের নামে থাকা, তালিকার প্রথমে থাকাটাই বিশেষ। যখন রিয়ালে এসেছিলাম, স্বপ্নেও ভাবিনি ডি’স্টেফানোর রেকর্ড ভাঙব। কিংবা রাউলকে ছাপিয়ে যাব। ওরা প্রত্যেকেই কিংবদন্তি। কেউ একা একা খেলে এই জায়গায় পৌঁছতে পারে না। আমিও পারিনি। সতীর্থরা সাহায্য করেছে বলেই, এগুলো সম্ভব হয়েছে।’ তবে সোমবার জুরিখে মেসি তাকে ছাপিয়ে গেলেও, অনুরাগীদের দেখে কিন্তু বোঝার উপায় ছিল না, রোনালদো ট্রফি জিততে পারেননি। অনুষ্ঠান শুরুর আগে এবং অনুষ্ঠান চলাকালীন অনুরাগীদের মধ্যে অদ্ভুত এক হুড়োহুড়ি ছিল! রোনালদোকে এক ঝলক দেখার জন্য, একবার তার কাছে পৌঁছনোর চেষ্টা করছিলেন সবাই। রোনালদোর অনুরাগীদের সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে। অনেক চেষ্টা করে তাদের বাইরে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। আইএইচএস/এমএস
Advertisement