শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট শূন্যে নামিয়ে আনা হবে: উপাচার্য

মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি সেশনজট আগের মতোই শূন্য পর্যায়ে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। তবে এজন্য কলেজগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।

Advertisement

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, করোনাকালে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়নি। অনেক কষ্টে নিয়ন্ত্রণে আনা সেশনজট এসময়ে কম-বেশি প্রভাবিত হয়েছে। এ বিষয়ে নতুন পরিকল্পনা হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার উপযুক্ত সময়। ক্লাস বাদ দিয়ে ক্যাম্পাসে এসে দাঁড়িয়ে থাকলে একদিন এমন সময় আসবে, চাকরির জন্যও তোমাদের একইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। কেউ তোমাদের চাকরি দেবে না। শিক্ষার্থীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি কমিয়ে আনার পরামর্শ দেন তিনি।

Advertisement

কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মো. বদরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জগন্নাথ হলের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দৌড়, বর্শা নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপসহ ১৪টি ইভেন্ট ছিল। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) আবদুল হক। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া বঙ্গবন্ধুর জীবনের ওপর লেখা একটি নাটিকা পরিবেশন করা হয়।

এমএইচএম/ইএ/এএসএম

Advertisement