বিনোদন

রবি ঠাকুরের গল্পে সজল-ক্যামেলিয়ার তপস্বিনী

নামের সঙ্গে মাখন লালের স্বভাবের কোনো মিল নেই। তার মন গলানো খুব কঠিন। তার অভিপ্রায় যতদিন তার ছেলে বরদানন্দ বিএ পাশ না করে ততদিন তার বৌমা ষোড়শীর কাছ থেকে দূরে থাকুক। কিন্তু পড়াশোনার ধাত ছিল না শৌখিন বরদানন্দের মধ্যে। তার বড় স্বাদ ছিল বিয়ের পর তামাক খাবে আর বউ নিয়ে আরামে এদিক সেদিক ঘোরাফেরা করবে। অন্তত পড়াশোনাটা করতে হবে না। কিন্তু বরদার বিবাহোত্তর পর্বে তার বাবা মাখন আরো কঠোর হয়ে উঠলেন। তিনি ঘোষণা করলেন বরদানন্দকে বিএ পাশ করতেই হবে। তবেই সে ষোড়শীর সাক্ষাত পাবে। বরদার বিধবা পিশিকে মাখন বাবু নিযুক্ত করলেন বরদা ও ষোড়শীকে পাহারা দেওয়ার জন্য। আর শহরের যাবতীয় শিক্ষকমন্ডলী নিয়োগ দিলেন ছেলেকে বিএ পাশ করাতে। পড়াশোনা বিমুখ বরদানন্দ প্রতিবারই অকৃতকার্য হতে লাগল। এতে মাখন বাবুর জেদ যেন দ্বিগুণ হয়। বেচারা ষোড়শী তপস্যায় এই প্রার্থনা করতে শুরু করে বরদানন্দ যেন একবার অন্তত বিয়ে পাশ করে দেখিয়ে দেয়। একমাত্র বিয়ে পাশ-ই তার আর বরদানন্দের মাঝে বিন্ধ পর্বতের প্রতিবন্ধকরূপে অবস্থান করতে থাকে। এদিকে অসহ্য হয়ে বরদা সব ছেড়ে সন্যাসী হতে চলে। ষোড়শীও স্বামীর অনুসারী হয়ে ‘তপস্বিনী’র ব্রত আরম্ভ করলে গল্প জমে ওঠে। রবি ঠাকুরের কালজয়ী এই আখ্যান নিয়ে নিয়ে নির্মিত হয়েছে টিভি নাটক ‘তপস্বিনী’।নাটকটির চিত্রনাট্য করেছেন মান্নান হীরা। পরিচালনা করেছেন আলপনা আক্তার। এতে বরদানন্দ চরিত্রে সজল, ষোড়শী চরিত্রে ক্যামেলিয়া রাঙা, বাবা মাখন লাল চরিত্রে তারিক আনাম খান, বরদানন্দের গৃহশিক্ষক চরিত্রে ড. ইনামুল হক এবং সিরাজুল ইসলাম আবেদ, বরদার পিসির চরিত্রে মুনিরা মিঠু অভিনয় করেছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন বোরহান আজাদ, রঞ্জু চৌধুরী, আহমদ শামীম ও রাসেল রানা।ঢাকার বেঙ্গল স্টুডিওতে নাটকটির দৃশ্যধারণ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্বে স্নাতকোত্তর করা আলপনা আক্তার দীর্ঘকাল নাটকের শিক্ষকতার সঙ্গে জড়িত। মঞ্চে বেশ কয়েকটি নাটক নির্দেশনার পর তিনি প্রথম টিভি নাটকের নির্দেশনা দিলেন ‘তপস্বিনী’তে। এ প্রসঙ্গে আলপনা আক্তার বলেন, ‘ দীর্ঘদিনের প্রস্তুতির পর তপস্বিনী বানিয়েছি। নিজের প্রথম টিভি পরিচালনা হিসেবে রবীন্দ্রনাথের গল্পকে বেছে নিয়েছি। কেননা, যে রুচি, সৌন্দর্য ও চিন্তা রবীন্দ্র রচনায় পাই, তা চিরকালের মনে হয়।’তিনি আরও বলেন, ‘এই সময়ে রবীন্দ্রকালের চরিত্রগুলোকে উপস্থাপন করা সত্যিই কষ্টসাধ্য। তারপরও চেষ্টা করেছি, সীমিত সামর্থ্যে যতখানি রবীন্দ্র আবহ ধরে রাখা যায়।’যাদুকাঠি মিডিয়ার ব্যানারে নির্মিত ‘তপস্বিনী’ নাটকের প্রযোজক  মিজানুর রহমান। আগামী ১৭ জানুয়ারি রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক আলপনা। এলএ

Advertisement