দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটি দীর্ঘ প্রায় দশ বছর ধরে ভারপ্রাপ্ত দিয়েই চলছে। তবে এবার ঘড়ির কাটার দিকে নজর পড়েছে দলটির ঊর্ধ্বতন নেতাদের। দীর্ঘ এই সময়ের পর ১৬ মার্চ বুধবার হচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে পুরো উপজেলায় বয়ে চলেছে উৎসবের আমেজ।
Advertisement
দলীয় কার্যালয়ের তথ্য বলছে, গত ২০১২ইং সালের ১২ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগসহ তৃণমূলের কাউন্সিলরা গোপন ব্যালোটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন। এতে আলহাজ্ব আখতার হোসেন মুন্সি সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান লিটন নির্বাচিত হন। পরে ২০১৫ সালের ১৪ এপ্রিল সভাপতি আলহাজ্ব আখতার হোসেন মুন্সি ইন্তেকাল করেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এমদাদুল হক চৌধুরীকে (ভারপ্রাপ্ত) সভাপতি নির্বাচিত করেন দলীয় নেতাকর্মীরা। সেই থেকে দীর্ঘ সাড়ে ৯ বছর ধরে পদটি ভারপ্রাপ্ত দিয়েই চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত ঘেঁষা হাকিমপুর উপজেলা একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত। আসন্ন ১৬ মার্চ বেলা ১১টায় হাকিমপুর মহিলা কলেজ অডিটোরিয়াম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে ২০৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সাবেক প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এরই মধ্যে কে হচ্ছেন আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক এনিয়ে উপজেলা, পৌর ও ইউনিয়নের সবখানে আলোচনা চলছে। সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। আগামী দিনে দলকে সু-সংগঠিত করতে এবং বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে সম্মেলনে কাউন্সিলররা তাদের ভোট প্রদানের মাধ্যমে আগামী দিনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
Advertisement
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, আলোচনা ও কুশল বিনিময় করতে ব্যাস্ত সময় পার করছেন।
জানা গেছে, সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর-রশিদ হারুন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন রাজ ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ডাবলুর নাম শোনা যাচ্ছে।
জানতে চাইলে হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন বলেন, এবারের সম্মেলনে আমরা তরুণ নেতৃত্বকে বেছে নিতে চাই। সেইসঙ্গে যারা দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করে আমরা তাদের পাশে নিয়ে আগামীর জন্য হাকিমপুর উপজেলার একটি ভালো কমিটি উপহার দিতে চাই। এমন নেতাকে আমরা বেছে নেবো যিনি সবসময় তৃণমূল নেতাদের মূল্যায়ন করবেন।
Advertisement
জানতে চাইলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, আসন্ন সম্মেলনের (কাউন্সিল) সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু মাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষায়। ইতোমধ্যে উপজেলার সম্মানিত সকল কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তাদের নিয়ে মতবিনিময়, যৌথ সভা ও আলোচনা সভা শেষ পর্যায়ে। আমাদের উপজেলাটি মাত্র তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাউন্সিলরদের মতবিনিময় ও আলোচনা সভার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এবারের ত্রি-বার্ষিক কাউন্সিলে মোট ২০৬ জন কাউন্সিলর তাদের ভোট অধিকার প্রদান করে আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
এফএ/জেআইএম