আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
যুদ্ধে ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি ১২ হাজার কোটি ডলাররাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনের শুধু অবকাঠামোগত ক্ষতিই হয়েছে ১২ হাজার কোটি ডলারের বেশি। এর বাইরে আমদানি-রপ্তানি বন্ধ, জিডিপি’তে ধসের মতো বিষয়গুলো ধরলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক অনেক বেশি। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ডেনিস কুডিন এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনের কাছে সামরিক সহায়তা চায় রাশিয়া, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরইউক্রেন ইস্যুতে রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে রাশিয়া চীনের কাছে কী ধরনের সরঞ্জাম চেয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।
রাশিয়ার সামরিক সহায়তা চাওয়ার খবর প্রত্যাখ্যান চীনেরইউক্রেন ইস্যুতে রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে যে দাবি করেছে যুক্তরাষ্ট্র, তা ভুয়া বলে জানিয়েছে বেইজিং। চীনের দাবি, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া তাদের কাছে সামরিক সরঞ্জাম বা অন্য কোনো সহায়তা চায়নি। সোমবার (১৪ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, অহেতুক গুজব ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
Advertisement
আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতনআন্তর্জাতিক বাজারে গত কয়েক দিন ধরেই তেলের দাম নিম্নমুখী। সোমবার (১৪ মার্চ) তেলের দাম ব্যারেল প্রতি প্রায় চার ডলার কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ব্শ্বিজুড়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ছে, তাতেই তেলের দামে বড় পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাশিয়া থেকে ‘ডিসকাউন্টে’ তেল কিনবে ভারতরাশিয়ার কাছ থেকে বিশেষ ছাড় পাওয়া মূল্যে তেল কেনার বিষয়টি বিবেচনা করছে ভারত। রাশিয়ার সঙ্গে ডলারে লেনদেনে পশ্চিমাদের নিষেধাজ্ঞা থাকায় তেলের মূল্য পরিশোধ হতে পারে রুপি-রুবল ট্রানজেকশনের মাধ্যমে। দুই ভারতীয় কর্মকর্তার বরাতে সোমবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পশ্চিমাদের জ্বালানি সংকটে সুবিধাজনক অবস্থানে ইরানরাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতার কারণে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাই ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনায় তেহরানকে এর ফায়দা নেওয়া উচিত বলে মনে করছেন ইরানের বেশিরভাগ আইনপ্রণেতা। গত রোববার (১৩ মার্চ) ইরানি পার্লামেন্টে ২৯০ সদস্যের মধ্যে ১৬০ জনের সই করা একটি বিবৃতি পড়ে শোনানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমাদের ‘বানোয়াট সময়সীমা’ মধ্যে তেহরানের আবদ্ধ হওয়া উচিত নয়। বরং ভিয়েনা শান্তি আলোচনায় নিজেদের দাবিগুলোর পক্ষে চাপ দেওয়া উচিত।
মারিউপোলে ২১৮৭ বেসামরিক নাগরিক নিহতযুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল। শহরটি দখলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে ২ হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিটি কাউন্সিল।
Advertisement
ইউক্রেনে রাশিয়ার হামলায় ৯০ শিশু নিহতটানা ১৯ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৯০ শিশু নিহত হয়েছে। ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, দেশটিতে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ৯০ শিশু নিহত এবং শতাধিক শিশু আহত হয়েছে।
ফিলিস্তিনি স্কুলে বিনা উসকানিতে গুলি চালালো ইসরায়েলি দখলদারফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পুরোপুরি বিনা উসকানিতে গুলি চালিয়েছে এক ইসরায়েলি দখলদার। গত রোববার (১৩ মার্চ) বেথলেহেমের তুকু গ্রামে মেয়েদের একটি স্কুলে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা সাফার বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
করোনায় আক্রান্ত বারাক ওবামাসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, তিনি শারীরিকভাবে ভালো আছেন। রোববার (১৩ মার্চ) রাতে এক টুইট বার্তায় বারাক ওবামা নিজেই এ তথ্য জানিয়েছেন।
ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্পফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ মার্চ) ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পটি দেশটির প্রধান দ্বীপে আঘাত হানে। এতে রাজধানী ম্যানিলার ভবনগুলো কেঁপে ওঠে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও।
কেএএ/এমএস