ধাঁধা :১. ‘আকাশেতে উড়ি আমি পাখির আকারে, আস্ত জীব শিকার করি দৈত্যরূপ ধরে।’২. ‘আগা থুর থুর গোড়া মোটা, বিনা ফলে ধরে গোটা।’৩. ‘আগায় ছাতি গোড়ায় মাথি, ছেড়ে কান্দানোর প্রোপতি।’৪. ‘আষাঢ়ের ষাঢ় ফেলে, মদের ফেলে দ, হাত দিয়ে আঙুল দিয়ে চোষে- বলতে পারো কী সে?’উত্তর : ১. বক২. ডুমুর৩. ওল৪. আমএসইউ/পিআর
Advertisement