১৫৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ কবি এডমান্ড স্পেন্সারের জন্ম।১৭০৯ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন।১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে হাডসন বে কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুই-ভার দ্বীপ দখল করে।১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি স্থপতি ও প্রকৌশলী লুই পিয়ের বালতার্দের মৃত্যু।১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদারের মৃত্যু।১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়।১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে আইরিশ কথাসাহিত্যিক জেমস জয়েসের মৃত্যু।১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমান বন্দর চালু হয়।১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকে পশ্চিমা জোটের বিমান হামলা শুরু হয়।১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা দেনিজ গ্রের মৃত্যু।এইচআর/পিআর
Advertisement