ধান ও গম কাটার মৌসুমে ‘ইয়ানমার কম্বাইন হারভেস্টারে’র বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে মেহেরপুরের গাংনীতে ‘মেগা সার্ভিস ক্যাম্পেইনে’র আয়োজন করেছে এসিআই মটরস। মাসব্যাপী এ ক্যাম্পেইন রোববার (১৩ মার্চ) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
Advertisement
প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর বিলকিস মনসুরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাংনীতে এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এসিআই মটরসের সেলস ও সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় সবসময় নিয়োজিত থাকবে ২৫ জন সার্ভিস এক্সপার্টের একটি টিম। যারা মোটরসাইকেলের মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত করবেন। এছাড়া হারভেস্টারের জন্য প্রয়োজনীয় সব স্পেয়ার পার্টস, কৃষকদের জন্য পানি ও নাস্তা এবং মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করা হয়েছে। পার্টস ও সেবা বাড়াতে এসিআই মটরসের রয়েছে ‘ইয়ানমার সার্ভিস’ ভ্যান।
Advertisement
এদিকে ১৫ মার্চ থেকে দেশের মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোপালগঞ্জসহ আরও বেশ কয়েকটি জেলায় গম কাটা শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের তৈরি ‘ইয়ানমার কম্বাইন হারভেস্টার’ ধান ও গম কাটা এবং মাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক একটি যন্ত্র।
এমআইএইচ/জেডএইচ/জিকেএস
Advertisement