একুশে বইমেলা

বইমেলার সময় আরও দুদিন বাড়ানোর দাবি আনিসুল হকের

অমর একুশে বইমেলার সময় আরও দুদিন বাড়ানোর দাবি জানিয়েছেন লেখক, কলামিস্ট ও সাংবাদিক আনিসুল হক।

Advertisement

শনিবার (১২ মার্চ) রাত পৌনে ১১টায় নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ দাবি জানান তিনি।

তিনি জানান, বইমেলা ১৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ব্যস্ত থাকব অনেকেই। ১৮-১৯ মার্চ শুক্রবার ও শনিবার। মেলা খোলা থাকুক।

করোনার কারণে এবারের বইমেলা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী ২৮ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও মেলার উদ্বোধনের দিনই সময় বাড়ানোর বিষয়ে নিজের অভিমত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মেলার সময় বাড়ানো হয় ১৭ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিনের পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস রয়েছে। ফলে ১৮ ও ১৯ মার্চ শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় পাঠক, লেখক, প্রকাশকদের জন্য মেলার শেষ সময়ে মিলনমেলায় পরিণত হওয়ার সুযোগ রয়েছে দিনগুলোতে।

Advertisement

আরএসএম/একেআর/জেআইএম