নোয়াখালীর কবিরহাটে নিরাপদ মাতৃত্ব ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবার সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
Advertisement
শনিবার (১২ মার্চ) সকালে চাপরাশিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সেভ দ্য চিলড্রেনের সংযোগ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ বৈঠকের আয়োজন করে।
এতে শতাধিক প্রসূতি মা, অভিভাবক ও জনপ্রতিনিধিকে বিনামূল্যে সরকারি মাতৃত্বকালীন সেবা নিতে উৎসাহিত করা হয়। উপজেলার সাত ইউনিয়ন ও এক পৌরসভায়ও একই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মা ও শিশুর মঙ্গলে কাজ করছে। নিরাপদ প্রসূতি সেবার লক্ষ্যে কবিরহাটকে মডেল উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
Advertisement
অনুষ্ঠানে নুসরাত ফারিয়া (২২) নামে একজন প্রসূতি জাগো নিউজকে বলেন, উঠান বৈঠকে এসে জানতে পারলাম আমার ঘরের পাশেই সাগরপুরে সরকারিভাবে নিরাপদ প্রসব সেবা দেওয়া হয়। আমরা সেখানে বিনামূল্যে সেবা নিবো।
বৈঠকে আরও বক্তব্য দেন- কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসাইন, চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও আনসার, সংযোগ প্রকল্প, সেভ দ্য চিলড্রেনের উপজেলা ও ইউনিয়ন কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, গর্ভবতী মা, অভিভাবক, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম
Advertisement