জাতীয়

নাকে খত দিয়ে আদালতে গেছেন খালেদা

আন্দোলনে পরাজিত হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া নাকে খত দিয়ে আদালতে হাজিরা দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যাকারীদের বিচার হচ্ছে এবং হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতা পাকিস্তানি হায়েনাদের সঙ্গেই কেবল তুলনীয়। গণতন্ত্র এবং উন্নয়ন বিএনপি-জামায়াতের সহ্য হবার নয়। বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘসহ যখন বিশ্ব সংস্থাগুলো প্রশংসা করছিল, ঠিক তখনই বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞ চালায়। ২০১৫ সালের শুরু থেকে তিন মাস টানা সহিংসতা চালিয়ে ২৩১ জন মানুষকে হত্যা করে বিএনপি-জামায়াত। যুদ্ধাপরাধের বিচার ঠেকাতেই এমন হত্যাযজ্ঞ চালানো হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সহিংসতায় জড়িত সবার বিচার করা হবে। বিপদগামীদের কেউ রেহাই করতে পারবে না। জঙ্গিবাদ বা ধর্মীয় সহিংসতাকে যারা উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। ‘মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি বিএনপি নেত্রী কটাক্ষ করে বক্তব্য রেখেছেন’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার এই বক্তব্যের কঠোরভাবে নিন্দা জানাই। মুক্তিযুদ্ধের অবমাননাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে পারবে না বলেও ভাষণে উল্লেখ করেন শেখ হাসিনা। উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। এই নির্বাচন বর্জন করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এএসএস/একে/আরআইপি

Advertisement