রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে। তবে সংক্রমণ কমলেও সারাদেশে এখনও ৯৭ হাজারেরও বেশি মানুষ কোয়ারেন্টাইন ও আইসোলেশনে ভর্তি আছেন।
Advertisement
মাসখানেক আগেও করোনাভাইরামের নমুনা পরীক্ষায় প্রতি ১০০ জনের মধ্যে ২৫ থেকে ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হতো। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রতি ১০০ জনে শনাক্ত রোগীর হার ১ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে।
শনিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ কমে গেলেও রাজধানীসহ সারাদেশে এখনও ৯৭ হাজারেরও বেশি মানুষ কোয়ারেন্টাইন ও আইসোলেশনে। শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত মোট ৯৭ হাজার ৫৯ জনের মধ্যে কোয়ারেন্টাইনে ৫৯ হাজার ৬৭৭ ও আইসোলেশনে ৩৭ হাজার ৩৮২।
Advertisement
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪৪ জন কোয়ারেন্টাইনে ও ৮৬ জন আইসোলেশনে ভর্তি হয়েছেন। একই সময়ে কোয়ারেন্টাইন থেকে ৮২৫ জন ও আইসোলেশন থেকে ৪৮৩ জন ছাড়া পান।
করোনাকালের শুরু থেকে ১১ মার্চ পর্যন্ত মোট ১৪ লাখ ৩১ হাজার ৫৫৬ জন কোয়ারেন্টাইনে ভর্তি হন ও ১৩ লাখ ৭১ হাজার ৮৭৯ জন্য ছাড়া পান। এছাড়া ৪ লাখ ৪২ হাজার ৭৫৭ জন আইসোলেশনে ভর্তি হন। এর মধ্যে ৪ লাখ ৫ হাজার ৩৭৫ জন ছাড়া পান।
এমইউ/এমআইএইচ/এএসএম
Advertisement