দেশজুড়ে

না.গঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার উভয় পাশে সরকারি জায়গা দখলকৃত প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক প্রসস্ত ও যানজন নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালিত করছে। মঙ্গলবার সকাল হতে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ঢাকার সড়ক জনপথ ও স্থানীয় প্রশাসনসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। জানা যায়, ফতুল্লার পঞ্চবটিসহ বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা করে আসছে স্থানীয় দখলবাজরা। এতে করে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে রাস্তা প্রসস্ত করণে রাস্তার উভয়পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক জানান, সরকারি জায়গা দখলকৃত অবৈধ স্থাপনাকারীদের আগেই নোটিশ দেয়া হয়েছে। আর উচ্ছেদের আগে সবাইকে ১০ মিনিট সময় দিয়ে মালামাল সরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। এ সময় বুলড্রেজার দিয়ে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আর যারই সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে তাদের সতর্ক করে দেয়া হয়েছে, যাতে তারা আরা কোনো দিন অবৈধ স্থাপনা গড়ে না তোলে। নাহিদা বারিক আরো জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের রাস্তায় উভয় পাশের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক জনপথের এসপি অমিত হাসান, ফতুল্লার এসিল্যান্ড অভিসের কাননগো মোখলেছুর রহমান, এনায়েত নগর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন প্রমুখ।শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

Advertisement