খেলাধুলা

এক অভিষিক্ত নিয়ে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, পাকিস্তানের দুই পরিবর্তন

প্রথম টেস্টে ম্যাড়ম্যাড়ে ড্র। করাচিতে আজ (শনিবার) থেকে শুরু দ্বিতীয় টেস্টটি এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। এমন সমীকরণের ম্যাচে টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পাকিস্তানকে ফিল্ডিং দিয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়া তাদের দলে একটি পরিবর্তন এনেছে। জশ হ্যাজেলউডের জায়গায় আজ টেস্ট অভিষেক হচ্ছে ২৮ বছর বয়সী লেগস্পিনার মিচেল সোয়েপসনের।

পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন ইফতিখার আহমেদ আর নাসিম শাহ। তাদের বদলে একাদশে ঢুকেছেন ফাহিম আশরাফ আর হাসান আলি।

অস্ট্রেলিয়া একাদশডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল সোয়েপসন, নাথান লিয়ন।

Advertisement

পাকিস্তান একাদশইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নোমান আলি, সাজিদ খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।

এমএমআর/এএসএম