নোয়াখালীর বেগমগঞ্জে মো. আবদুর রহিম (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
শুক্রবার (১১ মার্চ) ভোরে মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা, নগদ এক হাজার ছয়শ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় সাড়ে ৪৬ হাজার টাকা।
গ্রেফতার মো. আবদুর রহিম বেগমগঞ্জ উপজেলার ৯নং মীর ওয়ারিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মীর আলীপুর গ্রামের ফয়েজ মেম্বারের বাড়ির মো. আবদুল মান্নানের ছেলে।
Advertisement
র্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মীর আলীপুর গ্রামের খোকন মিয়ার ব্রিক ফিল্ড সংলগ্ন সাইফুল স্টোরের সামনে অভিযান চালিয়ে মাদকের ডিলার আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। পরে বেগমগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা (নম্বর-২১) দায়ের করা হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী থানায় আসামি আবদুর রহিমের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমকেআর
Advertisement