লাইফস্টাইল

মেকআপের কারসাজি

নিজের মেকআপ নিজেই করা একটি চমৎকার কৌশল যা একদিনেই আয়ত্ত করা সম্ভব নয়। প্রতিদিন সময় নিয়ে চর্চা করলে আপনি ঘরে বসেই হলিউডের প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মত মেকআপ করতে পারবেন। আমরা অনেকেই ঘরে মেকআপ করার সময় ফাউন্ডেশন ও কনসিলার দেয়ার পর হাইলাইট ও কন্টোরিং পর্বটি বাদ দিয়ে দেই, কেননা এর ব্যাপারে অনেকেরই ধারণা নেই। যেকোন পার্টিতেই কম সময়ে সেঁজে নিজেকে বিউটি কুইন দেখাতে চাইলে আপনাকে হাইলাইট ও কন্টোরিং করা শিখতে হবে, যা আসলে অনেক সহজ যদি আপনি নিচের টিপসগুলি মাথায় রেখে মেকআপ করতে পারেন-হাইলাইট ও কন্টোরিং কিহাইলাইট: মুখের কিছু অংশ উজ্জ্বল করা।কন্টোর: মুখের কিছু অংশ গাঢ় করে শেপ ফুটিয়ে তোলা।আপনার যা যা লাগবে১. আপনার ত্বকের রঙের সাথে মিলে যায় এমন কোন ফাউন্ডেশন।২. আপনার ত্বকের রঙ থেকে ১ শেড উজ্জ্বল রঙের ফাউন্ডেশন/ কনসিলার।৩. আপনার ত্বকের রঙ থেকে ১ শেড গাঢ় রঙের ফাউন্ডেশন/ কনসিলার।৫. লিকুইড/ ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করলে লাগবে বিউটি ব্লেন্ডার/ স্পঞ্জ।৬. পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে লাগবে ব্রাশ।হাইলাইট ও কন্টোর করার ধাপমুখ ধোয়ার পর ময়শ্চারাইজার/ প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন ও কনসিলার লাগান। হাইলাইট করার জন্য ১ শেড হাল্কা/ উজ্জ্বল রঙের ফাউন্ডেশন নিন। আপনার ত্বকের রঙের ফাউন্ডেশনের সাথে ১ শেড হাল্কা রঙের ফাউন্ডেশন ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ অল্প করে আপনার দুই ভ্রুয়ের ঠিক উপরে, মাঝে ও ঠিক নিচে লাগান। এরপর চোখের মধ্যবর্তী কোণায়, চোখের নিচে, নাকের মাঝ বরাবর, আপারলিপ ও থুতনির মাঝে, গালের হাড়ের (Cheek bone) ঠিক উপরে, চোয়ালের উপরেও লাগান।এবার এই জায়গাগুলো ভালো করে ব্লেন্ড করুন। ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারবেন। যখন দেখবেন মুখে আগে থেকে লাগিয়ে রাখা ফাউন্ডেশনের সাথে মিশ্রণটি মিশে গেছে তখন আর ব্লেন্ড করতে হবে না। এবার কন্টোরিং করার পালা। ১ শেড গাঢ় রঙের ফাউন্ডেশনের কিছুটা নিয়ে কপালের উপরে (চুলের ঠিক নিচে), নাকের দুইপাশে ও গালের হাড়ের (Cheek bone) ঠিক নিচে লাগান।আবার ভালো করে ব্লেন্ড করুন। এরপর ফিনিশিং পাউডার লাগিয়ে গালের মাঝে ( গালে হাইলাইট ও কন্টোর করা অংশের ঠিক মাঝে) ব্রোঞ্জার বা ব্লাশ লাগান। ড্রামাটিক লুকের জন্য ব্রোঞ্জারের লাগানোর পর হাইলাইটার লাগান।কন্টোর ও হাইলাইট কিভাবে করতে হয় প্রথমবার জেনে থাকলে আপনার কাছে জটিল লাগতে পারে কৌশলগুলো। এটি মনে রাখার সবচেয়ে সহজ টিপস হল গালের হাড়ের উচু অংশে হাইলাইট, এরপরে ব্রোঞ্জার লাগাতে হবে ও এর ঠিক নিচে কন্টোর করতে হবে।

Advertisement