ফিচার

শিক্ষার্থীদের পত্রিকা পড়তে উৎসাহ দিচ্ছেন লাব্বী

ছোটবেলায় সমবয়সীদের চেয়েও ভিন্নধর্মী চিন্তা করার প্রবণতা ছিল লাব্বী আহসানের। রংপুর জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথম জানতে পারেন গণিত অলিম্পিয়াডের কথা।

Advertisement

শুরু হয় বিভিন্ন অলিম্পিয়াড ও প্রতিযোগিতায় অংশগ্রহণ। স্পেস কার্নিভাল, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, মার্কস অলরাউন্ডারসহ জেলা পর্যায়, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফল হন তিনি।

অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে থাকতে তার স্বপ্ন হতে থাকে অনেকটা বড়।

ছোটবেলা থেকেই পত্রিকা পড়ার অভ্যাস গড়ে ওঠে লাব্বীর। তবে বড় হতেই তিনি লক্ষ্য করলেন তরুণ প্রজন্মের মধ্যে পত্রিকা পাঠের প্রবণতা কমে আসছে। আবার পত্রিকা পাঠে তরুণ প্রজন্মকে উৎসাহ যোগাতে কারও তেমন কোনো পরিকল্পনা নেই।

Advertisement

তাই লাব্বী নিজেই প্রতিষ্ঠা করেন নিউজপেপার অলিম্পিয়াড। এটি বাংলাদেশের একমাত্র অলিম্পিয়াড। যার শুরুটা হয়েছিল বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল, গাইবান্ধার পলাশবাড়ি জেলায়।

এই অলিম্পিয়াডকে জাতীয় পর্যায়ে পৌঁছানোর স্বপ্ন দেখতেন তিনি। লাব্বীর জাতীয় নিউজপেপার অলিম্পিয়াড সম্প্রতি চতুর্থ বছরে পদার্পণ করেছে।

বর্তমানে নিউজপেপার অলিম্পিয়াড বাংলাদেশের ৪৪ জেলায় অনুষ্ঠিত হচ্ছে। দুইটি সিজনে এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে ৫০ হাজারেও থেকেও বেশি শিক্ষার্থী। এবছর আয়োজিত গতে চলেছে তৃতীয় সিজন।

জাতীয় পর্যায়ে অংশ নিতে পারে সেরা ৫০০ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও নিউজপোর্টালের সম্পাদকসহ জ্ঞানীগুণী অনেক অতিথি।

Advertisement

লাব্বী বলেন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে নিউজপেপার অলিম্পিয়াড এর আয়োজন হবে। সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে অলিম্পিয়াডটি এরই মধ্যেই ১২টি দেশে শুরু হয়েছে এনএনও এর কার্যক্রম।

এনএনও এর সিস্টার কনসার্ন হিসেবে আছে মিডিয়া অ্যাজেন্সি, মিডিয়াপ্রোব। আছে একটি নিউজ পোর্টাল ও এনএনও লার্নিং হাব। প্রতিদিন এই লার্নিং হাব থেকে ১৫ হাজার মানুষ উপকৃত হচ্ছে।

লাব্বীর কর্মকাণ্ডের জন্য গতবছর তিনি স্বীকৃতি হিসেবে ‘স্যার ফজলে হাসান আবেদ অশোকা চেঞ্জমেকার’ পুরস্কার লাভ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা কী তা জানতে চাইলে লাব্বী জানান, তার স্বপ্ন নিউজপেপার অলিম্পিয়াডকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া। তিনি চান সবাই পত্রিকা পড়ুক, জানুক ও সবার মধ্যে জ্ঞানের বিস্তার হোক।

চায়ের কাপে চুমুক দিতে দিতে পত্রিকার পাতা ওল্টানোর যে সুঅভ্যাস- তা দিন দিন লোপ পাচ্ছে। পত্রিকা পাঠের পুরোনো অভ্যাসকে তরুণ প্রজন্মের মধ্যে ফিরিয়ে আনতেই কাজ করে যাচ্ছেন লাব্বী। সাংবাদিকতা পেশা বেছে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

জেএমএস/এএসএম