দেশজুড়ে

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি দুই শতাধিক

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৯ জন নামীয় ও আরও দেড়শতাধিক অজ্ঞাতকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।

Advertisement

শুক্রবার (১১ মার্চ) সকালে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজাহান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শহরের জে এম সেন গুপ্ত রোডের মুনিরা ভবনের সামনে রাস্তা অবরোধ করে সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়।

Advertisement

নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম