ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রাইভেটকার চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-জেলার বুড়িচংয়ের শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে শিশু আনিস (৫)।
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে কুমিল্লার দিকে আসছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
Advertisement
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান ওসি।
এরআগে বুধবার (৯ মার্চ) কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়। উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
এ ঘটনার পরদিন দেবীদ্বারে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হন। কলেজ থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের ছাত্র ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম
Advertisement