সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা নূরুল ইসলাম আল-আমীন। তিনি বলেন, বাংলার মানুষ ধর্মভীরু, আর যদি এই ধর্মীয় অনুশাসনের ওপর কোনো হস্তক্ষেপ করা হয় তাহলে জনতা বসে থাকবে না।রাজধানীর হাউজ বিল্ডিং চত্ত্বরে এইচ এম কাওসার আহমাদ-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।ব্রাহ্মবাড়িয়ায় মাদরাসা ছাত্র নিহতের জের ধরে মসজিদ-মাদরাসা বন্ধ, প্রতিবাদী ছাত্র-জনতার ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রসীদের হামলা এবং রাজধানীর বাড্ডায় নিমতলীতে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি প্রদানের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি।তিনি বলেন, কুরআন শরীফ পোড়ানো আর মসজিদ-মাদরাসায় হামলা একই সূত্রে গাঁথা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের শান্তি-সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না।সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করিম মারুফ বলেন, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী সায়েদুল হককে অপসারণ করতে হবে। অন্যথায় দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। তাতে সরকারের আখের রক্ষা হবে না।সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি জি.এম. রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহা. আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা. হাছিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক আ হ ম আলাউদ্দীন, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম এমদাদুল্লাহ ফাহাদ প্রমুখ।এএম/এসকেডি
Advertisement