আন্তর্জাতিক

কোন দেশে কতজন ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় পেলেন?

ইউক্রেনে রুশ আগ্রাসনের আজ ১৫তম দিন। এই কয়দিনে ২৩ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক আশপাশের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। গত কয়দিন যুদ্ধবিরতির সুযোগে মানুষের ইউক্রেন ছাড়ার হার আরও বেড়েছে।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক কোন দেশ কতজন ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিলো-

পোল্যান্ডইউক্রেনের সঙ্গে ৩১০ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে পোল্যান্ডের। এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি শরণার্থী গ্রহণ করেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ইউক্রেন থেকে অন্তত ১২ লাখ ৪ হাজার ৪০৩ জন শরণার্থী পোল্যান্ডে প্রবেশ করেছেন।

হাঙ্গেরিসাত বছর আগে শরণার্থী বা অনুপ্রবেশকারী ঠেকাতে ইউক্রেন সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছিল হাঙ্গেরি। প্রশিক্ষিত কুকুর দিয়ে নিয়মিত পাহারাও দেয় তারা। আজ সেই দেশটিই ইউক্রেন থেকে দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থী গ্রহণ করেছে। ইউএনএইচসিআরের হিসাবে, গত ৭ মার্চ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৩৪৮ জন শরণার্থী ইউক্রেন থেকে হাঙ্গেরিতে ঢুকেছেন।

Advertisement

রোমানিয়াইউক্রেনের সীমান্ত লাগোয়া আরেক প্রতিবেশী রোমানিয়া গত ৭ মার্চ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

স্লোভাকিয়াপ্রতিবেশী দেশ স্লোভাকিয়ায় গত ৭ মার্চ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৭৪৫ জন ইউক্রেনীয় শরণার্থী প্রবেশে করেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

রাশিয়া যার আক্রমণে দেশছাড়া, সেই রাশিয়াতেই প্রবেশ করেছেন অন্তত ৯৯ হাজার ৩০০ জন ইউক্রেনীয় নাগরিক।

চেক প্রজাতন্ত্রগত শুক্রবার (৪ মার্চ) থেকে চেক প্রজাতন্ত্রে ইউক্রেনীয় শরণার্থী প্রবেশের হার দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে এ পর্যন্ত এক লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন।

Advertisement

মলদোভাইউরোপের অন্যতম দরিদ্র দেশ মলদোভা রাশিয়ার তেল-গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবু তারা রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন থেকে পালিয়ে আসা ৮২ হাজার ৭৬২ জন (৬ মার্চ পর্যন্ত) শরণার্থীকে ঢুকতে দিয়েছে।

জার্মানিপ্রায় ৩০ হাজার ইউক্রেনীয় শরণার্থী জার্মানিতে পৌঁছেছেন। ৭ মার্চ রয়টার্স জানিয়েছে, এদের বেশিরভাগই পোল্যান্ড হয়ে জার্মানিতে ঢুকেছেন।

ফ্রান্সগত ৬ মার্চ ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশে প্রায় আড়াই হাজার ইউক্রেনীয় শরণার্থী পৌঁছেছেন। আরও অনেকে স্পেন, পর্তুগালের পাশাপাশি যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য ছুটছেন।

আয়ারল্যান্ডআইরিশ কর্তৃপক্ষ গত ৮ মার্চ জানিয়েছে, ইউক্রেন থেকে প্রায় ২ হাজার ২০০ শরণার্থী আয়ারল্যান্ডে পৌঁছেছেন।

বেলারুশইউক্রেনের সীমান্তবর্তী আরেক দেশ বেলারুশের বিরুদ্ধে রুশ আগ্রাসনে সহযোগিতার অভিযোগ থাকলেও সে দেশে আশ্রয় নিয়েছেন অন্তত ৫৯২ জন ইউক্রেনীয়।

যুক্তরাজ্য ব্রিটিশ কর্তৃপক্ষ গত ৭ মার্চ রাতে জানিয়েছে, তারা ৩০০ ইউক্রেনীয় শরণার্থীর ভিসা অনুমোদন করেছে। আরও ১৭ হাজার ৭০০ জনের আবেদন পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, এনপিআর

কেএএ/জিকেএস