দেশজুড়ে

মাগুরায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ : গুলিবিদ্ধ ৩

মাগুরার শ্রীপুর উপজেলার খরিবাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ৫/৬টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

আহতদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে এবং চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খরিবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মতিন মেম্বরের সমর্থক জহুর লস্কর পাইপের সাহায্যে একই গ্রামের বিএনপি নেতা মাসুদ শেখের জমির ভেতর দিয়ে তার নিজের পেঁয়াজের ক্ষেতে পানি দিচ্ছিল। এ সময় মাসুদ জহুর লস্করকে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একে অপরের ওপর চড়াও হয়ে ওঠে।

এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এয়ারগানের গুলিতে ইসমাইল শেখ, জহুর লস্কর ও রেজাউলসহ উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন। সংঘর্ষের সময় ছয়টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিতে আহত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে এবং অন্য চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আরাফাত হোসেন/এআরএ

Advertisement